নিজস্ব প্রতিবেদনঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ
শনিবার (৩রা সেপ্টেম্বর ) বিকেলে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি ভবনটি উদ্বোধন করেন।
পরে উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামান
মনির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নাজমুল হক ঢালী, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, নাসির উদ্দিন মনির, সলিমুল্লাহ মোস্তফা, মীর এমদাদুল হক বুলবুল প্রমূখ।