গফরগাঁও প্রেসক্লাব নির্বাচন: সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদির সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ
নিজস্ব প্রতিবেদনঃ
গফরগাঁও প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে সভাপতি পদে উপাধক্ষ্য শফিকুল কাদির (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক পদে আব্দুছ ছালাম সবুজ (দৈনিক করতোয়া) বিজয়ী হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আরশাদ আহমেদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এসময় অপর দুই নির্বাচন কমিশনারের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম খান , গফরগাঁও থানার এসআই মোখলেছুর রহমান, ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান খান প্রমুখ।
উল্লেখ্য,গফরগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২২/২০২৩ মেয়াদে ) নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রোকন উদ্দিন সবুর(দৈনিক সময়ের আলো) যুগ্ম-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।