ময়মনসিংহের গফরগাঁও থেকে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতার হলেন- পৌর শহরের রাঘাইচটি গ্রামের নুরুল হক ইসলামের ছেলে সজিব(২২)। বুধবার সকালে গফরগাঁও থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রাঘাইচটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ সজিবকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন,গ্রেফতার সজিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোহাম্মদ রমিজ উদ্দিন,সম্পাদক ও প্রকাশক /খবর বিশ্ব।