ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত বৃদ্ধ আব্দুস ছামাদ(৬০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপালে সোমবার সকালে চিকিৎসরত অবস্থায় মৃত্যু বরণ করে।সে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের গাভিশিমুল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,নিহত আব্দুস ছামাদ ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন থেকে পড়ে গিয়ে গত রবিবার মশাখালী রেলওয়ে স্টেষনে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বজনরা ভর্তি করে।সোমবার সকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে প্রবাসী মামুন খান তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে।
মোহাম্মদ রমিজ উদ্দিন,সম্পাদক ও প্রকাশক/খবর বিশ্ব