ময়মনসিংহের গফরগাঁওয়ে মধ্যরাতে মুদির দোকানে আগুন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার মধ্য রাতে নিগুয়ারী ইউনিয়নের সুতার চাপুর পুরাতন বাজারের সেলিম মিয়ার মুদির দোকানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুতার চাপুর পুরাতন বাজারে কাঁচের মজিদের সামনে সেলিমের মুদির দোকানে রাত ২ টার দিকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।খোঁজ পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসী। ততক্ষণে সেলিমের দোকানের মুদি মালামালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেলিম জানায়,রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই।খবর পেয়ে ছুটে আসি।এসে দেখি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আসন্ন ঈদ উপলক্ষে অনেক মালামাল আর কিছু নগদ অর্থ ছিল।দোকানে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা দুঃখ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে সেলিমের দোকান।ক্ষতি পুষিয়ে নিতে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।কিভাবে আগুনের সূত্রপাত তা কেউ সঠিক বলতে পারেনি।তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
মোঃ রমিজ উদ্দিন,সম্পাদক ও প্রকাশক/খবর বিশ্ব