নিজস্ব প্রতিবেদনঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা, মফিজ আহমেদ, নাসির উদ্দিন মনি প্রমূখ।
পরে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়্