নিজস্ব প্রতিবেদনঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম নির্বাচিত হয়েছে।শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,সদস্য মারুফা আক্তার পপি,মি রেমন্ড আরেং,গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি,জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি,মনিরা সুলতানা মনি এমপি প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.মোঃ জহিরুল হক খোকা ।