নিজস্ব প্রতিবেদনঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।এর আগে রবিবার রাতে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের ১ নং গলির রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ষোলহাসিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে মেহেদী হাসান ওরফে নীরব (২৩) ও রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান মৃদুল(১৯)।
পুলিশ জানায়, নীরব ও মৃদুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পঁচিশ গ্রাম হেরোইনসহ পুলিশ তাদের আটক করে।
গফরগাঁও থানার অফিসার ইন চার্জ(ওসি)মোহাম্মদ ফারুক আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।